মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ফারুক হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে এলাকাবাসী। মোটরসাইকেল চোর ফারুক হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২ মে) দুপুরে তাকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া ব্রীজ এলাকা থেকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিক জানান, রসুলপুর ইউনিয়নের পীরপুকুরিয়া গ্রামের অনিল মুরিয়ারী বাজাজ সিটি (১০০ সিসি) মোটরসাইকেল চৌরাপাড়া ব্রীজ এলাকায় রেখে ধানক্ষেতে যান। মোটরসাইকেলের দিকে তাকিয়ে দেখেন দুই জন ব্যক্তি সেখানে ঘুরাঘুরি করছেন।সেখান থেকে একজন ব্যক্তি চলে গেলে ফারুক হোসেন এসে মোটরসাইকেল স্টার্ট দিয়ে ধানসুরা রাস্তার দিকে চলে যায়। চিৎকার করতে করতে রাস্তায় আসলে নিয়ামতপুরের দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে দাঁড় করিয়ে মটরসাইকেল চোরকে ধরার জন্য রওনা দেই। কিছুদুর গিয়েই দেখি আমার মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হওয়ায় ফারুক হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লোকজনসহ ধরা হয়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ফারুক হোসেনের সঙ্গে থাকা আরেকজনকে আটকের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy