মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে শেখ ভ্যারািইটি ষ্টোর দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েগেছে । শুকবার রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মোজাম্মেল হোক বলেন৷ প্রতিদিনের ন্যায় রাত্রি অনুমান ১০:৫০ টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই পরবর্তীতে রাত্রি অনুমান ১২:৪৫ ঘটিকায় সময় নজিপুর বাসস্ট্যান্ড বণিক সমিতির কর্মরত নৈশপ্রহরী আমাকে মোবাইল ফোনে জানায় যে আমার শেখ ভ্যারাইটি ষ্টোর এন্ড কনফেকশনারী নামক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগিয়েছে উক্ত বিষয়টি আমি জানতে পারি আমি আমার শেখ ভ্যারাইটি ষ্টোর এন্ড কনফেকশনারী দোকানে গিয়ে আগুন দেখতে পাই এবং পত্নীতলা ফায়ার সার্ভিস এ্যন্ড সিভিল ডিফেন্স কর্তৃক আমার উক্ত প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণ করে। আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মাল পুড়িয়া যায় যার আনুমানিক মূল্য ৬০ থেকে ৬২ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। দোকানের ড্রয়ারে থাকা প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু নগদ টাকা ছিল যা পুড়ে গেছে।
নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু বলেন সকালে দোকান পরিদর্শন করা হয় মালামাল পুড়ে অনেক টাকার ক্ষতি হয়েছ।
পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রায়হান ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুন লেগেছে । খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিবারন করেছে।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম বলেন রাতে ফায়ার সার্ভিস টিমের সাথে পুলিশ আগুন নিভাতে সহায়তা করেন এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy