নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টার সময় পোরশা সরকারি কলেজ মাঠে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে স্থানীয় ১১৮ জন মটর শ্রমিক ও ৩২ জন বিভিন্ন পেশার মানুষের মাঝে ওই শুকনো খাবার বিতরণ করা হয়।
সেই সময় প্রত্যেকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১টি করে বল সাবান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ও ১নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধুরী, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন প্রমুখ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy