নওগাঁর পোরশায় সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে প্রাণীসম্পদ কর্মকর্তার সভা
নাহিদ পোরশা(নওগাঁ)সংবাদদাতাঃ
নওগাঁর পোরশায় সরকারি বিধিনিষেধকে তোয়াক্কা না করে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম তার অফিস কক্ষে সভা করেছেন। তিনি বুধবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পর্যায়ে কর্মরত এলএসপি (লাইভস্টক সার্ভিস প্রোভাইডার)দের নিয়ে তার নিজ কার্যালয়ে সভা করেন।
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার যখন সকল ধরনের সভা আয়োজন নিষেধ করেছেন, তখনি সরকারি বিধিনিষেধকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে ওই কর্মকর্তা ১৫-২০জন এলএসপি’কে নিয়ে তার কার্যালয়ে সভা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলএসপি জানান, করোনাকালিন এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা তাদের একরকম জোর করে সভায় নিয়ে এসেছে।
তার কথামত কাজ না করলে এলএসপি পদ হারানোরও হুমকী আছে বলে তারা জানান। এবিষয়ে জানতে চাইলে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের তার অফিসে যেতে নিষেধ করেন। অপরদিকে ইউএনও নাজমুল হামিদ রেজা জানান, করোনাকালিন সভা করা নিষেধ আছে। তবে বষয়টি তিনি দেখছেন বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy