নওগাঁর পোরশা উপজেলায় সাধারণ জনগণের ক্ষোভ তারা সঠিক সময়ে সঠিক সেবা অফিসে গিয়ে পাচ্ছেনা,অফিস টাইমে সরকারী কর্মচারীরা তাদের ব্যক্তিগত কাজ ও চা স্টলে আড্ডা, কিংবা নিজ ইচ্ছাকৃত ছুটি কাটানো।
একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার ফলে পোরশা উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারীরা প্রত্যক্ষ পরক্ষভাবে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িয়ে পরছে। যেন তারা অফিসকে নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করছে। এসব কার্যকর্মের ফলে সরকারের ভাব মুর্তি নষ্ট হচ্ছে
অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যেকটি অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী,প্রত্যেক অফিসে একই কর্মস্থলে তিন বছরের অধিক চাকরী করা যাবেনা।কিন্তু একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার ফলে পোরশা উপজেলার অফিস গুলো তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি হওয়াই, অফিসে তাদের সেবার বদলে সাধারণ জনগণের মিলছে,ধমক ও চোখ রাঙানো কথা এবং বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে গরিব দুঃখীর হোক মেরে,কিছু কিছু মন্দ লোকদের পেট ভরাচ্ছে তারা।
অথচ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক মন্ত্রী পরিষদের পরিপত্র জারী অনুযায়ী স্বারক-০৪.০০.০০০০.৫১৩.৩৫.০৩৭.২০১৫-১৯১। এতে বলা হয়, একই পদে তিন বছরের অধিককাল যাবৎ নিয়োজিত কর্মচারীকে বাস্তব অবস্থাভেদে অনত্রে বদলি করিতে হবে,
অথচ নওগাঁ পোরশার অফিস গুলোতে,যেমন
মহিলা বিষয়ক অফিসে মোঃ ফারুক,প্রশিক্ষক মহিলা বিষয়ক অধিদপ্তর পোরশা নওগাঁ। একই কর্মস্থলে প্রায় ২৪বছর,মোঃ রবিউল ইসলাম প্রশিক্ষক পোরশা নওগাঁ,প্রায় ৪ বছর
মোঃ সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পোরশা নওগাঁ, ভারপ্রাপ্ত এবং পূর্ণদায়িত্বে প্রায় ৫ বছর, এবং একই অধিদপ্তরে একই কর্মস্থলে একই পরিবারের ৩জন।
পোরশা উপজেলা মৎস অধিদপ্তর মোঃ আইউব আলী,পোরশা উপজেলা মৎস কর্মকর্তা (আঃদাঃ) পোরশা নওগাঁ,একই কর্মস্থলে প্রায় ১২ বছর।এবং উপর মহলের আর্থিক লেনদেনের তদবিরে উক্ত দপ্তরে বি,সি,এস ক্যাডারকে আসতে দেওয়া হয়না।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মোঃ গোলাম রাব্বানী, ফার্মাসিস্ট পোরশা নওগাঁ,একই কর্মস্থল প্রায় ১৫ বছর,এবং তার সৌজন্যমূলক আচারণে জনসাধারণ অসন্তুষ্ট।
মোঃ সাহাবুল ইসলাম, এ পি আই টেকনিশিয়ান, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পোরশা নওগাঁয়, একই কর্মস্থলে প্রায় ৯ বছর, এবং তিনি বিভিন্ন রাজনৈতিক ও সরকার বিরোধী কাজের সাথে সম্পৃক্ত।
পোরশা উপজেলা সমাজ সেবা অফিসে মোঃ রেজাউল ইসলাম, পোরশা নওগাঁ,একই কর্মস্থলে প্রায় ১৫ বছর।
উপজেলা প্রকৌশলী দপ্তর,মোঃ আসাদুল ইসলাম, অফিস সহায়ক পোরশা উপজেলা প্রকৌশলী পোরশা নওগাঁ, একই কর্মস্থলে প্রায় ১৪ বছর।
পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়
মোঃ আমানত, অফিস সহায়ক মাধ্যমিক শিক্ষা অফিস পোরশা নওগাঁ,একই কর্মস্থল প্রায় ১৫ বছর।
মোঃ ফারুক,অফিস সহায়ক একই কর্মস্থলে প্রায় ৪ বছর।
পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর মোঃ আব্দুল হাই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পোরশা নওগাঁ,প্রায় ১৫ বছর।
পোরশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মোসাঃ শাহিনা আক্তার,প্রশিক্ষক আনসার ওৃ ভিডিপি পোরশা নওগাঁ,একই কর্মস্থলে ১২ বছর থাকার ফলে আনসার ও ভিডিপির বিভিন্ন মেয়াদী ট্রেনিংএ আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত।
পোরশা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর মোঃ আমিরুল ইসলাম উপ-সহকারী পোরশা উপজেলা প্রাণীসম্পদ পোরশা নওগাঁ,একই কর্মস্থলে ১৫ বছর।
মোঃ শরিফুল ইসলাম, ডি এস আর, পোরশা উপজেলা প্রাণীসম্পদ পোরশা নওগাঁ।একই কর্মস্থলে প্রায় ৯ বছর। এবং তারা দুজনের মাঠ পর্যায়ে কার্যক্রম থাকার ফলে সরকারের বরাদ্দকৃত ওষুধ যা বিক্রয়ের জন্য নিষিদ্ধ সেসব ওষুধ জনসাধারণের কাছে বিক্রয় করে থাকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy