মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ ব্যানা মীর-এর পুত্র মোঃবুলু মীর ও দিলবর মীর- এর বাড়ীর সামনে রাখা প্রায় আট বিঘা ধানের খড়ে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, ১০ই ডিসেম্বর শুক্রবার আনুমানিক রাত আড়াই টায় এ ঘটনাটি ঘটে।এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে না আসায় তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নিকটবর্তী আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছানোর পর, তাদের দীর্ঘ প্রচেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আশেপাশে থাকা বসতবাড়ীর কোনো ক্ষয়-ক্ষতি হয় নি। পুড়ে যাওয়া খড়ের মূল্য প্রায় বিশ হাজার টাকা।
এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয়রা জানান, প্রতিহিংসার বর্শবর্তী হয়ে ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy