নওগাঁর বদলগাছীতে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতী ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “কৃষিই সমৃদ্ধি”কৃষক মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সদর ইউনিয়ন শেরপুরগ্রামে আউশ ব্রি-ধান-৮২ জাত নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মুতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাবফারহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী কৃষি সম্প্রসারন মোঃ ফিরোজুল।
অন্যদের মধ্যে কৃষক সোহরাব হোসেন বক্তব্য রাখেন।তিনি বলেন, কৃষি প্রর্দশনী হিসেবে পরীক্ষামূলক ভাবে ১ বিঘা জমিতে ব্রি ধান ৮২ ধান চাষ করি।ফলন আশানুরূপ ভালো হয়েছে।১২০ দিনের মধ্যে ধান কেটেছি। তবে বাজার মূল্য একটু কম।এ ধানের রোগবালাই অনেক কম।ধান কেটে ঐ জমিতে আবার আতব ধান লাগিয়েছি।
উপজেলা কৃষি অফিসার সাবাবফারহান বলেন,এপর্যন্ত ১০৩ প্রজাতির ধান আছে। ব্রি-ধান ৮২ একটি ধানের জাত অতি অল্প সময়ে এ ধান হয়ে যায়।ফলন ও ভালো।এছাড়াও আউশ রোপনের জন্য ব্রি- ধান ৫৬,ব্রি- ধান ১৯ রয়েছে যে এলাকায় যে ধান ভালো হয় সেই ধান সেই এলাকায় চাষ করবেন এবং ধান চাষের পাশাপাশি সরিষাচাষ করবেন।
এসময় স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তেল ফসল শস্য বিন্যাসে যুক্ত এবং ধান উৎপাদনের জন্য অতি অল্প সময়ের মধ্যে যে ধান ঘরে তুলে আবার একটা ফসল লাগানো যাবে সেই জাতের ধান লাগাতে ও সরিষার জাত হিসেবে বারি সরিষা চাষ করা এবং একই জমিতে জাতে করে ৪ টি ফসল করা যায় এ রকাম পরিকল্পনা থাকার বিষয়ে আলোচনা করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy