প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৪৬ এ.এম
নওগাঁর মান্দায় দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমদ(২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম(২৮) নামে দুইজন ব্যক্তি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
২৩ শে সেপ্টেম্বর,বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থান এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে মাল্টা বোঝাই একটি পিকআপ (ছোট ট্রাক) রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিলো। নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুরে নামক স্থানে।রাজশাহী থেকে ফল নিয়ে আসা পিকআপের সঙ্গে রাজশাহীগামী মোটরসাইকেল গুলবরের ইটভাটার কাছে পৌঁছালে দ্রুতগামী পিকআপটি ওভারটেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতদের মরদহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy