মৃত নুর ইসলাম মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দেলুয়াবাড়ি বাজারে তিনি সবজি বিক্রি করতেন।
নিহতের বড় মেয়ে নাদিরা খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাবা নুর ইসলামের অ্যাসিডিটি বেড়ে গিয়ে পেটের ব্যথা শুরু হয়। এ সময় বাজারের একটি দোকান থেকে ওষুধ কিনে খান। অ্যাসিডিটির পরিমাণ আরও বাড়লে তাকে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটে পৌঁছার পর আবারো অসুস্থ হয়ে মারা যান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, বাবার স্বাভাবিক মৃত্যুকে ভিন্নখাতে নিতে স্থানীয় কিছু লোকজন পুলিশকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে জটিলতার সৃষ্টি করছেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নুর ইসলামের মৃত্যুর কারণ নিয়ে কথা উঠেছে। এ কারণে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy