মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সরকারি স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভিন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও সভা শেষে প্রশিক্ষিত যুবককে সনদপত্র প্রদান, ৪ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক ও বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়।
Leave a Reply