প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:৫৭ পি.এম
নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে আটক-৩
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁয় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫গ্রাম হেরোইনসহ তিন জনকে আটক করেছে। বুধবার ২৯সেপ্টেম্বর সদর থানার পারবোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন ভোরে জেলার সদর থানার পারবোয়ালিয়া উত্তরপাড়ার মোঃ সামছুল আলম সোনারের ছেলে মোঃ সেফাতুল্লাহ ওরফে সেতু (৪০)কে ১০ গ্রাম হেরোইনসহ নিজ এলাকা থেকে আটক করা হয়।
অপরদিকে একই দিনে স্কুল পাড়া এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ একই এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন ভোলা (২১) এবং পারবোয়ালিয়া স্কুল পাড়ার মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (২৫) কে আটক করা হয়। মাদক বিরোধী উভয় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে গোলাম হোসেন খাঁনসহ একটি চৌকস দল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy