প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:৪৭ পি.এম
নওগাঁয় পারিবারিক কলহের জেরে ধরে এক গৃহবধূর আত্নহত্যা
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার রাণীনগরে সুজাতা রাণী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ সেপ্টেম্বর,মঙ্গলবার বিকেলে উপজেলার সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সুজাতা রাণী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত সরকার ভোলার স্ত্রী ও রাজশাহীর পুঠিয়ার মেচপাড়া গ্রামের স্বপন চন্দ্রের মেয়ে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিন আকন্দ জানান, গত কয়েক মাস আগে নিশান্ত সরকার ভোলার সঙ্গে সুজাতা রাণীর বিয়ে হয়। তাদের দু’জনেরই এটা ছিলো দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়। মঙ্গলবার সুজাতা রাণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy