
নওগাঁয় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
Facebook Twitter share
নওগাঁ জেলার মান্দা উপজেলা ও নিয়ামতপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন এবং একই জেলার রাণীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (০২ জুন) সকাল থেকে বিকেলের মধ্যে পৃথক পৃথক স্থানে এই দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর হওয়ার ঘটনা ঘটে।
Surjodoy.com
নিহতরা হলেন,রাজশাহীর তানোর উপজেলার রায়চাঁনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে বকুল হোসেন (২৫), নওগাঁর নিয়ামতপুর উপজেলার উষ্টি পাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মিনহাজুল (৪৮) ও রাণীনগর উপজেলার গোনা দিঘীপাড়া গ্রামের কুনু সরদারের ছেলে নৈশপ্রহরী কোরবান সরদার (৩৬)।
The Daily surjodoy
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত বকুল হোসেন তার নিজ বাড়ি রাজশাহীর তানোর উপজেলার রায়চাঁনপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে মান্দা উপজেলার তেুঁতুলিয়া গ্রামে তার শশুড় বাড়িতে আসছিলেন পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল পেট্রোলপাম্প এলাকায় দুপুুরের দিকে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বকুল হোসেনের মৃত্যু হয়।
The Daily surjodoy
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির মোটরসাইকেল ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার নিমদিঘি বাজার থেকে বুধবার দুপুরে মিনহাজুল ও একই এলাকার শাহিন আলম মোটরসাইকেলে যোগে বাড়িতে যাওয়ার পথে মন্দাকান্দা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজুলকে মৃত ঘোষণা করেন এবং তার মোটরসাইকেলের পিছনে বসা থাকা শাহিন আলমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়।
The Daily surjodoy
এবং রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বিদ্যুৎপৃষ্টে হয়ে নৈশপ্ররহরী কোরবান সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,উপজেলার সদর বাজারের বটতলী এলাকায় প্রায় ৫-৬ মাস আগে এছাহক টাওয়ারের ভবন নির্মাণ কাজ শুরু হয়। তখন থেকে ওই টাওয়ারের ভবনটিতে নৈশপ্রহরী হিসাবে কোরবান সরদার কর্মরত ছিলেন।
The Daily surjodoy
বুধবার সকালে ওই নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য সে মটরের সংযোগ দিতে বিদ্যুতের বোর্ডে মটরের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ পৃথক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে জাতীয় দৈনিক সূর্যোদয়কে পৃথক পৃথক থানার অফিসার ইনচার্জ ওসি”রা ঘটনার সত্যতার পাশাপাশি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তারা জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply