প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২১, ১২:৫৬ পি.এম
নওগাঁয় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার; আটকঃ৩, স্ত্রী-শ্যালিকা,শ্বশুর
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর সীমান্তবর্তী এলাকা সান্তাহারে আবুল কালাম আজাদ (৪২) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত আবুল কালাম নওগাঁর সাহাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।৭ অক্টোবর,বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার মালশন মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।উক্ত ঘটনায় প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য স্ত্রী, শ্যালিকা ও শ্বশুরকে আটক করা হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের মালশন মোড়ে আবুল কালাম আজাদ ও তার ভায়রা মিলে জমি কিনে তাদের উভয়ের স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেন। সেখানেই দোতলা বাড়ি করে বসবাস করতেন তারা। হঠাৎ সেই জমি নিয়ে আবুল কালাম আজাদের সঙ্গে স্ত্রী লিজার কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীর নামে থাকা জয়গাটি কালাম তার নামে করে নিতে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি ও ঝামেলা চলছিল। বৃহস্পতিবার (৭অক্টোবর)) সকালে শ্বশুরের সঙ্গে কালামের হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে কালামের শ্বশুর বাচ্চু, তার স্ত্রী লিজা ও শ্যালিকা রুপা আলোচনা করে তার বিরুদ্ধে থানায় অভিযোগের সিদ্ধান্ত নেয়।তারপর বিকেলে বাসায় কালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।,সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য কালামের স্ত্রী, শালিকা ও শ্বশুরকে আটক করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy