প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২১, ১০:৩৯ পি.এম
নওগাঁয় সাড়ে ১২ মণ ওজনের সাত কোটি টাকা মূল্যের প্রাচীন বেলে পাথরের পিলার খন্ড জব্দ
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একটি বাড়ি থেকে সাড়ে ১২ মণ ওজনের সাত কোটি টাকা মূল্যের প্রাচীন বেলে পাথরের পিলার খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করেছে র্যাব-৫। এ সময় দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সুলতানপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মৃত এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে র্যাবের সদস্যরা নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি থেকে প্রাচীন বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করা হয়। যার ওজন প্রায় ৫০০ কেজি। প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির মূল্য প্রায় সাত কোটি টাকা। এ সময় বাড়ির মালিক আশিকুল ইসলাম এবং তার সহযোগী সাদেকুর রহমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন ব্যক্তিদের কাছে উল্লেখিত বেলে পাথর সঞ্চয় ও বিক্রির চেষ্টা করছিলো। তারা নিজ এলাকায় মানুষের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলো। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy