নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের “মা” ইন্তেকাল করিয়াছেন
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
একটি শোকসংবাদ
পোরশা উপজেলা অাওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এর “মা” অাজ ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন মরহুমার নামাজে জানাযা অাজ ১৭/০৭/২০২১ ইং তারিখ রোজ শনিবার সন্ধা ৬.০০ ঘটিকায় নিজ বাস ভবনের পার্শ্বেই মোল্লাপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে
মরহুমার অাত্বার মাগফেরাত কামনা করছি, এবং পোরশা উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক গনের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি, মহান অাল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফৈরদৌস নসিব দান করেন, অামিন।
মরহুমার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার, (এম,পি) পোরশা উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অানোয়ারুল ইসলাম, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর মোর্শেদ চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সদর নিতপুর ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম রইচ উদ্দীন, সকল ইউ,পি চেয়ারম্যান’গন, পোরশা উপজেল অাওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও অাওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সকল পেশা ও শ্রেনীর মানুষগন।মরহুমা মেয়ে, ছেলে, অাত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন।