নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস পোরশা উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পোরশা মোসাফিরখানা মিলনায়তনে উপজেলার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালক মোঃ আতাউর রহমান (খোকা)।বিসিডিএস পোরশা শাখার সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে এবং মোঃ ফরিদ উদ্দীনের সঞ্চলনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাহবুবুর রহমান, সাপাহার উপজেলা বিসিডিএস এর সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, মোস্তাক আহম্মেদ প্রমুখ।
পরে ফিরোজ আহম্মেদকে সভাপতি করে দুই বছর মেয়াদী ১৭সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।