প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ১১:১৩ পি.এম
নকল আবুল বিড়ি জব্দ
আলী আজগর পনির জেলা প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ফুটবল খেলার মাঠ সংলগ্ন মোড়ে গত ২২সেপ্টেম্বর রাত ৯ টার সময় নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি জব্দ করেছে স্হানীয় জনগণ।
জানা যায় জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ির পরিমাণ ২৪০০০০ হাজার । জব্দকৃত আলম বিড়ি কেন্দুয়া বাজার কমিটি সভাপতি এনামুল হক ভুইয়ার দোকান ঘরে আটক রয়েছে।
নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি প্যাকেটের গায়ে লিখা রয়েছে মালিকের নাম আলম বিড়ি বি,আই, এন, নং ০০০৫৮৫৩২৯ তামাক ফ্যাক্টরী,বাহাদুরপুর, ভেড়ামারা কুষ্টিয়া। প্রোঃ ডাবলু সদ্দার।
জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি ২৬ সেপ্টেম্বর রোজ রবিবার নেত্রকোনা কাস্টম কর্মকর্তার হাতে হ্যান্ডওভার করার কথা বলেছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন খন্দকার ।
এত পরিমাণ নকল বিড়ি বিক্রি হচ্ছে যে, প্রশাসনের চোখে পড়ছে না। সরকার হারাচ্ছে রাজস্ব আয়। ফাঁকি দিয়ে অবাধে নকল ব্যন্ডরোল যুক্ত আলম বিড়ি বিক্রি হচ্ছে নেত্রকোনা কেন্দুয়া থানার বাজারে -বাজারে।
অবৈধ ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি, কে সেই কেন্দুয়া থানার ডিলার তাকে খোঁজতে গেলে সে রয়েছে ধরাছোঁয়ার বাহিরে।
কেন্দুয়া থানার ওসি কাজি শাহ নেওয়াজ বলেন, জব্দকৃত নকল আলম বিড়ি বিষয়টি ইউএনও স্যার কাস্টম অফিসার কে অবগত করেছেন। কেউ যদি এ বিষয়ে মামলা করতে চান তাহলে আমি মামলা নিব।
নেত্রকোনা কাস্টম কর্মকর্তা রাফিউল ইসলাম তিনি বলেন ,জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত আলম বিড়ি আগামীকাল ২৭ সেপ্টেম্বর রোজ সোমবার নেত্রকোনা নিয়ে আসা হবে। এবং তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy