শহিদুল ইসলাম সোহেল,নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চতিলা শিমলা এলাকায় সূর্যরতন পাতি জর্দা নামক কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল জর্দা ধ্বংস করা হয়।
Surjodoy.com
এছাড়াও অবৈধভাবে কারখানা পরিচালনার দায়ে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
The Daily surjodoy
আজ বুধবার (১৯ মে) দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘাটাইলের মফেল চৌধুরীর মালিকানাধীন নকল জর্দা কারখানায় এ অভিযান পরিচালনা করেন।
The Daily surjodoy
র্যাব- ১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান ও র্যাব সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
The Daily surjodoy
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, ঘাটাইলের চতিলা শিমলা গ্রামে সূর্যরতন পাতি জর্দা কারখানায় র্যাব-১২ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জর্দা জব্দ করে।
The Daily surjodoy
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিক চতিলা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মফেল চৌধুরীকে (৫৮) তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর ১০(৪) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
The Daily surjodoy
এসময় জব্দকৃত বিপুল পরিমাণ ভেজাল জর্দা খোলা মাঠে ধ্বংস করা হয়।
র্যাব- ১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূর্যরতন পাতি জর্দ্দা কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
The Daily surjodoy
এ সময় ভেজাল জর্দ্দা তৈরি করায় অভিযোগে কারখানার মালিক মফেল চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সে সময় বিপুল পরিমানে ভেজাল জর্দ্দা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল জর্দ্দা তৈরি হচ্ছিলো। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy