আব্দুল্লাহ আল মামুন:
নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সফরে তিনি নড়াইল সদর থানা, লোহাগড়া পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) লোহাগড়া কার্যালয়সহ একাধিক দপ্তরের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি সেবা কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মান ও দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে জনসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং স্থানীয় প্রশাসনকে জনগণের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি, পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের নিয়মিত তদারকির ফলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে এবং জনগণ উন্নতমানের সেবা পাবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply