আব্দুল্লাহ আল মামুন
আজ, ০৫ নভেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত জেলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সরকারি দপ্তরের প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সভার মূল বিষয়বস্তু ছিল জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের (SDGs) আলোকে নড়াইল জেলার অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা এবং ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করা। সভায় জেলার সার্বিক উন্নয়নের চিত্র উপস্থাপন করা হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য ও সূচকগুলোর সাথে সমন্বয় করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে নড়াইল জেলার উন্নয়নের ক্ষেত্রে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সফলভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ওপর জোর দেন। এছাড়া, তিনি কিভাবে সরকারি দপ্তরগুলোর কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনা করা যায় তা নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতামত গ্রহণ করেন।
সভায় সরকারি দপ্তরগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নের পাশাপাশি জেলার সার্বিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল এবং পরিকল্পনা গ্রহণের বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy