মোঃ শরিফুল মোল্লা:
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে মাদক ব্যবসায় জড়িত মোঃ শাওন মোল্যা (৩০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাওন মোল্যা নড়াইল সদর থানার ডুমুরতলা গ্রামের মোঃ জিয়াউর মোল্যার ছেলে।
গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:৪৫ মিনিটের দিকে নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ডের গাড়ুচিড়া বাজারের সজীব স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) উজ্জল কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারের সময় শাওন মোল্যার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
Leave a Reply