উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ হেডকোয়ার্টারে নির্দেশক্রমে অগ্নি নির্বাপন উদ্ধার। ও জরুরী বহির্গমন বিষয়ক মহড়া। সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নড়াইল। ২২ সেপ্টেম্বর সকাল ১০,০০ ঘটিকায় নড়াইল পুলিশ লাইন এই অগ্নিনির্বাপণ উদ্ধার ও জরুরী বহির্গমনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিপিএম-(বার) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা (হেডকোয়াটার) নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ইনচার্জ ও পুলিশ লাইনের সকল অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ ।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন অগ্নিনির্বাপক বিষয়টি আমাদের জানা একান্ত প্রয়োজন আমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেসব জায়গায় আগুন লাগলে কিভাবে আগুন নিভাতে হবে সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন সে কারণেই আজ আমাদের এই অগ্নিনির্বাপণ মহাড়ার আয়োজন করা হয়েছে।ফায়ার সার্ভিসের দক্ষ অফিসার দ্বারা সকল পুলিশ সদস্যদের শিখিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আগুন লাগলে বা ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগ ঘটলে আমাদের করণীয় কি সে বিষয়ে দিক নির্দেশনা দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy