নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), এর নির্দেশে বুধবার ৩০/৯/২০২০ তারিখ, রাত ১০/১০ ঘটিকায় সময় নড়াইল জেলার লোহাগাড়া থানার, পূর্বের একাধীক মাদক মামলার, পলাতক আসামি ও কুখ্যাত মাদক সম্রাট মোঃ রমজান মোল্ল্যা (৩৬), পিতাঃ মৃত উলফাত মোল্ল্যা, সাং কামঠানা,থানাঃ লোহাগারা,জেলাঃ নড়াইলকে, একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে কামঠানা গ্রাম থেকে (১.১০০)পিচ ইয়াবা সহ, আটক করেন জেলা গোয়েন্দা শাখা। এই অভিযান পরিচালনা করেন নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই নিয়াজ, এএসআই আনিস, এএসআই মাফুজ, কনস্টেবল সেলিম,আলি হোসেন, কং মফিজুর,আশরাফ, শিবলী,সরোয়ার, জিবন সহ সঙ্গীয় ফোর্স । ডিবি পুলিশের এএসঅাই আনিস বলেন, আসামি রমজানের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy