ঈদের পর গত শনিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের দ্বিতীয় দফার ব্যক্তিগত অনুশীলন। প্রথম দিন থেকেই মাঠে আছেন তাইজুল। মঙ্গলবার প্রায় এক ঘণ্টার মতো নেটে বোলিং করেছেন এই বাঁহাতি স্পিনার। এসময় দেখা যায় অন্যরকম অ্যাকশনে বল করছেন তিনি। এছাড়া বিশেষ এক ধরণের ডেলিভারিও রপ্ত করেছেন এই ক্রিকেটার।
অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাইজুল বলেন, ‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। তাই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আমার বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। অ্যাকশনের পাশাপাশি আমি একটি নির্দিষ্ট ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপন রাখতে চাচ্ছি। পুরোপুরি রপ্ত করতে পারলে তখন জানাবো ডেলিভারিটি কী।’
নিজের চেষ্টায় অ্যাকশন পরিবর্তন করেছেন জানিয়ে তাইজুল বলেন, ‘আসলে নিজে থেকেই চেষ্টা করছিলাম যে বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। পরে দেখলাম বল ভালোই হচ্ছে। এরপর বোলিং কোচের (ভেট্টরি) সঙ্গে অ্যাকশন নিয়ে আলাপ হয়। তিনি ইতিবাচক মন্তব্য করার কারণে এখন এটি নিয়ে কাজ করছি।’
সব কন্ডিশনে সাফল্য পাওয়ার জন্যই অ্যাকশনে পরিবর্তন এনেছেন বলে জানান তাইজুল। তিনি বলেন, ‘আমাদের মূলত সব কন্ডিশনেই খেলতে হয়। দেশের কন্ডিশন প্রায় সময় অপরিবর্তিত থাকলেও বাইরের কন্ডিশন থাকে আলাদা। খেয়াল করে দেখেছি, আমি বোলিং অ্যাকশন পরিবর্তনের কারণে বলে প্রচুর ভেরিয়েশন পাচ্ছি। বোলিংয়ে ভেরিয়েশন থাকলে সব কন্ডিশনেই ভালো করা সম্ভব। আসলে সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেয়া।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy