প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২১, ১:৪৭ এ.এম
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক সেনা সদস্য

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খ নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আসিফুল(২০) নামে এক সেনা সদস্য নিখোঁজ হয়েছেন।
২২ ফেব্রুয়ারী(সোমবার) বিকেল ৫ টার দিকে তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ সেনাসদস্য আসিফুলের বাড়ি চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায়। সে বিএমএ ক্যাডেট হিসেবে এবারের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে আনোয়ারার শঙ্খ নদীর পাড়ে প্রশিক্ষণ নিতে আসে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল। সোমবার বিকেল ৫টার দিকে ঐ প্রশিক্ষাণার্থী দলের কয়েকজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদীতে গোসল করতে নামলে মোহাম্মদ আসিফুল(২০) নামের এক সেনা সদস্য নিখোঁজ হন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান বিকেল পাঁচটার দিকে তৈলারদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালীন সময়ে জেলে পাড়ায় নদীর পাড়ে দুইজন সেনা সদস্য আসেন। তাদের মধ্যে একজন প্রশিক্ষণের পোশাকসহ গোসল করতে নামেন এবং সাঁতার কাটতে কাটতে একটু দূরে চলে যান। পরে সেখান থেকে সাঁতরে অর্ধেক এসে পানির স্রোতে আর আসতে পারেননি। পরে তিনি যখন তলিয়ে যেতে থাকেন তখন চিৎকার করতে থাকেন, ঐ সময় উপরে থাকা আরেক সেনাসদস্য পানিতে ঝাঁপ দিয়েও ডুবন্ত সহকর্মীকে তুলতে সক্ষম হননি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শওকত বলেন, এখনও নিখোঁজ সেনা সদস্যকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ সেনা সদস্য উদ্ধারে স্হানীয় জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy