প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২১, ২:০০ এ.এম
নবগঠিত কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন

নবগঠিত কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন
রফিক তালুকদার, চট্টগ্রাম থেকে
১৬আগষ্ট(সোমবার) বিকেলে চট্টগ্রামের নতুন উপজেলা কর্ণফুলীতে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক পূর্বকোনের নিজস্ব সংবাদদাতা মোরশেদুর রহমান নয়নকে সভাপতি ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবেদ আমিরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।
কমিটি গঠণকল্পে প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর প্রতিনিধি শফিউল আজম, সমকালের প্রতিনিধি আহমদ উল্লাহ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন। বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য উক্ত কার্যকরি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য; কর্ণফুলী প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে মোহাম্মদ মোরশেদ হোসেনকে আহবায়ক, শফিউল আজমকে যুগ্ম আহবায়ক, আহমদ উল্লাহকে সদস্য সচিব ও হুমায়ুন কবির শাহ সুমন যুগ্ম সচিব করে বিগত ২০জানুয়ারী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy