প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ১১:৩০ পি.এম
নবগঠিত জেলা আওয়ামীলীগের কমিটিকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীতে মিছিল সমাবেশ

নবগঠিত জেলা আওয়ামীলীগের কমিটিকে স্বাগত জানিয়ে ফুলবাড়ীতে মিছিল সমাবেশ
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার কমিটিতে ফুলবাড়ী উপজেলার কৃতিসন্তান স্বনামধন্য শিক্ষক ও সমাজকর্মী মোছাঃ হামিদা বেগম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা শাখা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রবিবার ২০ জুন সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট হতে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের অংশ গ্রহনে আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন,
উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্যকালে জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy