নুসরাত জাহান
বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কবৃন্দের সাথে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুর এ আলমের সঞ্চালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি সভায় ছাত্র জনতার সহযোগিতা কামনা করেছেন।
নবাগত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ২৭ তম বিসিএস এ প্রশাসন কেডারে ২০০৮ সালে চাকুরীতে যোগদান করেন। ১৩ অক্টোবর থেকে দিনাজপুর জেলা প্রশাসকের পদটি শূন্য হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ এ অক্টোবরের এক প্রজ্ঞাপনে তিনি ৩ নভেম্বরে দিনাজপুরে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যাস্ত ছিলেন।
তিনি সিরাজগঞ্জ জেলার রায়ণগঞ্জ উপজেলার মেদেনীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি বলেন আমি ছাত্রজনতার সর্বাত্তক সহযোগিতা পেলে দিনাজপুর কে ফুলের বাগানে পরিনত করবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy