নবীগঞ্জে ইউএনও’র অভিযান, মোবাইল কোর্টে ১০ জনকে কারাদন্ড
জুয়েল খাঁন(সিলেট প্রতিনিধি)
Facebook Twitter share
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলারবাজারস্হ মতুর্জা কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার দায়ে ৯ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও জায়গা করে দেয়ার অপরাধে সেন্টার মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
Surjodoy.com
বুধবার (১৬ জুন) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
The Daily surjodoy
সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় উপজেলার গোপলার বাজারস্হ মতুর্জা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় ৯ জন এবং জায়গা করে দেয়ার জন্য ১ জনকে আটক করা হয়।
The Daily surjodoy
আটককৃতরা হলেন ফুটারচর গ্রামের মোঃ জাবেদ(৪০), জলালসাফ গ্রামের আব্দুল বাছিত(৪৮), ফয়জুর রহমান(৬০), ভানুদেব গ্রামের আবুল মিয়া(৬২), আইনুল হক(২৬), বৈঠাখাল গ্রামের সেলিম(৪১), মালা(৩১), হৈবতপুর গ্রামের মোঃ ইউনুস মিয়া(৩৮), সাদুল্লাপুর গ্রামের মোঃ মিলন মিয়া(৩০) ও গহরপুর গ্রামের ছানু মিয়া(৪৭)।
The Daily surjodoy
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার দায়ে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ও ৪ ধারা মোতাবেক মোঃ জাবেদকে ২ মাসের এবং বাকী ৯ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
The Daily surjodoy
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy