প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২১, ১১:২৪ পি.এম
নলকূপের মিটার চোর চক্রের দুই সদস্য আটক

নলকূপের মিটার চোর চক্রের দুই সদস্য আটক
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
গভীর নলকূপের মিটার চুরির করে চাঁদাবাজির অভিযোগে মিটার চোর চক্রের দুইজন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
Surjodoy.com
আটককৃত হলেন, বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রামের ফজলুল বারীর ছেলে মেহেদী (২০) ও একই গ্রামের মহব্বত আলীর ছেলে আছমাউল (১৯)।
The Daily surjodoy
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান দৈনিক সূর্যোদয়কে জানান, এই চক্রটি প্রথমে বিদ্যুতের মিটার চুরি করে। এরপর মিটারের জায়গায় মুঠোফোন নম্বর রেখে যায়। সেই নম্বরে কল করলে মিটার ফেরত পেতে গ্রাহকের কাছে চাঁদা দাবি করা হয়। এভাবে চুরি করা বৈদ্যুতিক মিটার ফেরত দিতে প্রতি মিটারের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করা হয়।
The Daily surjodoy
ওসি আরও জানান, এই চোর চক্রটি জয়পুরহাটের আক্কেলপুর,কালাই,পাঁচবিবি, ক্ষেতলালসহ বগুড়া জেলার কাহালু, নন্দীগ্রাম, আদমদীঘি, উপজেলায় দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছিল তারা। এ চোর চক্রকে ধরতে পুলিশের তৎপরতায় চলমান ছিল হঠাৎই পুলিশের কাছে সংবাদ আসে এ চোর চক্রটি পাঁচগ্রাম এলাকায় এই চক্রটি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
The Daily surjodoy
পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy