আনিছুর রহমান স্টাফ রিপোর্টারঃ
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.সাখাওয়াত হোসেন’র(ভারপ্রাপ্ত) সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান(মহিলা) মোর্শেদা লস্কর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী , প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, কুলকাঠী ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন করাতী,মৎস্য কর্মকর্তা সাইয়েদা, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান,শিক্ষক নেতা মাহতাব হোসেন টিটুসহ প্রমুখ।বক্তারা বলেন আজকের আলোচনা সভার মূল লক্ষ হলো ১০০% সাক্ষরতা অর্জন করে দক্ষ জীবন গড়তে হবে তা হলেই জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক অফিসার বদরুল আমিন আরো অনেকে।