নলছিটি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ, ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ১৪ দলের নতুন সমন্বয়ক ও মূখপাত্র নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রবিবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ সহ-সভাপতি খোন্দকার মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক,ও অতিরিক্ত পিপি এ্যাডভোকেট এম,আলম খান কামাল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তাজুল ইসলাম দূলাল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান মোশেদা লস্কর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও এপিপি মোহাম্মদ হোসেন খোকন, নিখিল চন্দ্র মন্ডল,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু জনাধন দাস,পৌর সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফারুক হোসেন, যুবলীগ আহ্বায়ক দুলাল শরীফ, যুগ্ম আহ্বায়ক খান মনিরুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক মোঃ জলিলুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার,পৌর সহ-সভাপতি মাছুম হোসেন,সাবেক সভাপতি মোঃ ওয়াসিম হাওলাদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সিকদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী বাসার। আলোচনা ও দোয়া মাহফিলে ১৪ দলের নতুন মূখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু’র দীর্ঘায়ু , সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy