নলছিটি উপজেলার দপদপিয়া খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়া ও যাত্রীদের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ বেশ পুরনো এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের অন্ত ছিল না।
বিষয়টি প্রশাসনের নজরে আসায় সোমবার (৩১ আগষ্ট) বিকেলে খেয়াঘাটে গিয়ে ঘটনার সত্যতা পান উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন।
পরবর্তীতে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ঘাটের ইজারাদার মোঃ মিরাজ হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। জরিমানা আদায় ও আগামীতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন বলেন তাদেরকে এর আগেও সতর্ক করা হয়েছিল। তারা নিজেদের সংশোধন না করায় জরিমানা করা হয়েছে।