মোঃ আনিছুর রাহমান: ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কাওসার হোসাইন। এরপর মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব হোসেন, মো. মনির হোসেন, নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, মোল্লারহাট ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. বেল্লাল হোসেন, মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মিজানুর রহমান মোল্লা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আনোয়ার হোসেন, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য আরিফ গাজী, নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাদ্দাম, সদস্য মো. বাপ্পি হাওলাদার, সোয়াইব ইসলাম শুভ, মোল্লারহাট ইউনিয়ন শাখার সদস্য মো. রানা, মো. মিরাজ, মো. ইমন, মো. খাইরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. নাজমুল প্রমুখ। নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত জানান, এ কর্মসূচির আওতায় ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে। দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy