প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৯:৩১ পি.এম
নাইক্ষ্যংছড়ি সিমান্তে ৫০ হাজার ইয়াবাসহ উপজাতি আটক
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির বিশেষ অভিযানে বিজয় তংচগ্যা (২০) কে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তি বরইতলী মংচাইচিং তংচগ্যা ছেলে।
কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিজিবি সদস্যরা বড়ইতলী গ্রামের মংচাইচিং তংচগ্যা ছেলে বিজয় তংচগ্যা বাড়ীর মাচাংয়ের ওপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাগুলো সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল।
স্হানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy