প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ১:৪০ এ.এম
নাগেশ্বরীতে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা দাবী, আটক-৩
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা দাবী করার অপরাধে অভিযুক্ত ৩জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলায় গত ২ আগষ্ট দুপুরে জনৈক এক নারী বাথরুমে গোসল করতে গেলে বাড়ির পূর্ব পাশের টিনের ছোট ফুটার অংশ দ্বারা পূর্ব পরিকল্পিতভাবে তাহা ভিডিও ছবি ধারণ করেন অভিযুক্তরা।পরে ওই নারীকে ফোন করে টাকার দাবি করে আসছিল। টাকা না দিলে তাহার ভিডিও চিত্র ফেসবুক আইডিতে পোস্ট করবে এবং বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে। রোববার(৯ আগষ্ট) দুপুরে ওই নারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পরে পুলিশ অভিযান পরিচালনা করে মাে: আইনুল হক(৩১), মাে: মানিক মিয়া(৩০), মোছা: জমিলা বেগম(বাদীর সৎ মা )কে আটক করে পুলিশ।আটককৃতরা নাগেশ্বরীর চামটারপার এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, মোবাইলফোন ও মোবাইলের ভিডিও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কারো ব্যক্তিগত ভিডিও ধারন ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া আইনত দন্ডনীয় অপরাধ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জেলাজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy