প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২০, ৬:৫৪ পি.এম
নাগেশ্বরীতে কিশোরী ধর্ষণ পুলিশ সুপারের নির্দেশে দুই আসামী আটক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তসত্বা এক কিশোরীকে জোর করে ও গর্ভপাত করার অভিযোগে থানায় মামলা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় কয়েকজন মাতবর সহযোগিতা না করে বরং জোর করে গরু বিক্রি করে কিশোরীর বাবার কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়া হয়েছে। ঘটনার মিমাংসা করার কথা বলে টাকা নিলেও গভীর রাতে ওই পরিবারটিকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকী দিয়েছে টাউট বাটপাররা।
থানায় মামলার পর অভিযুক্ত বাবুর বাবা ও মাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া সরকারটারী এলাকার ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল পার্শ্ববর্তী ব্যাপারীটারী এলাকার মজিবর রহমানের ছেলে এক সন্তানের জনক পেশায় রাজমিস্ত্রি বাবু মিয়া।
প্রথমে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে কৌশলে জোর করে ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এতে ওই কিশোরী সাত মাসের অন্তসত্বা হয়ে পড়লে বাবু মিয়াকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গত ১৪ আগস্ট ডাক্তার দেখানোর কথা বলে নাগেশ্বরী উপজেলা শহরে নিয়ে গিয়ে ওষুধ খাওয়ানোর পর রাতে বাড়িতে এসে অসুস্থ্য হয়ে পড়ে।
পরেরদিন সে মৃত ছেলে সন্তান প্রসব করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী অসামাজিক কার্যকলাপের জন্য কিশোরীর পরিবারকে উচ্ছেদ করার হুমকীসহ অভিযুক্ত ছেলেকে ধরে এনে মিমাংসা করে দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করে। রাতে এলাকার খয়বর আলী, আব্দুর রহিমসহ পাঁচজন গিয়ে চাপ দিয়ে নিজেরাই গরুর ক্রেতা ডেকে এনে গরু বিক্রি করে ২৫ হাজার টাকা নেয় তারা। এ সময় অভয় দেয় তাদেরকে কিছুই হবেনা। কিন্তু ঘন্টখানেক পর এসে তাদের সবাইকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়তে বললে অসুস্থ্য অবস্থায় কিশোরী ও তার বাবা আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
তবে টাকা নেয়ার কথা স্বীকার করলেও খয়বর আলী ও আব্দুর রহিম বলেন, তাদের বাড়ি ভেঙ্গে যাওয়ার কথা হয়েছে। এজন্য গরু বিক্রি করে পাওনাদারদেও দেয়া হয়েছে। তবে কারা সে পাওনাদার তা বলতে পারেনি তারা।
রোববার সন্ধ্যায় নাগেশ্বরী থানায় নির্যাযিতা কিশোরী বাদী হয়ে বাবু মিয়া, তার মা-বাবাসহ সাতজনকে আসামী করে মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে বাবু মিয়ার বাবা মজিবর রহমান ও মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করে। সোমবার তাদের জেলহাজতে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে বাবুসহ অন্যান্য এজাহারনামীয় আসামী পলাতক রয়েছে।
সোমবার সন্ধ্যায় অসুস্থ্য কিশোরীকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এরপর সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ২ দিন পর মৃত নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানায় পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, কিশোরী বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত বাবুর বাবা ও মাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন দ্রুত সকল আসামীকে গ্রেপ্তার করতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy