এস কে রাসেল
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম জাকিরের মোড় চাঁন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চাঁন্দপুর ব্রিজ পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা যায় অষ্টগ্রাম জাকিরের মোড় থেকে চাঁন্দপুর ব্রিজ পর্যন্ত কাজে নিম্ন মানের মালামাল সহ পিচ ঢালাইয়ের কাজে কোনো প্রকার ভিটামিন/ তৈল ব্যাবহার না করে খালি সলিং’র উপর পিচ ঢালাই দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘুরে দেখা যায় আসলেই সলিং করার সময় নিম্ন মানের ইট,ও বালুর পরিবর্তে মাটি এবং কোনো প্রকার ভিটামিন ব্যাবহার না করে ঢালাই কাজ করছেন। এলাকার লোকজন জানায়, রাস্তা সংস্কারের পাশাপাশি রাস্তার পাশে গার্ড ওয়াল দেওয়া হয়নি। স্থানীয় চাঁন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির রাস্তা সংলগ্ন পুকুর ও স্থানীয় বড় পুকুরে গার্ড ওয়াল নির্মাণ করা হয়নি। এছাড়া সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ রয়েছে।
রাস্তার কাজে কর্মরত ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কাছে এ বিষয়ে জানতে চাইলে,তিনি সাংবাদিকদের জানান -আমি কোন বক্তব্য দিতে পারবোনা অফিশিয়াল অনুমোদন ছাড়া।
এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন- কাজ নিয়ম এর মধ্যেই চলছে।
বিষয়টি আমি এইমাত্র অবগত হয়েছি, তাআমি দ্রুত খতিয়ে দেখবো এবং সঠিক ব্যবস্থা নেব।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলকে একাধিক বার কল করেও পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply