
আমিনুল হক বিশেষ প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের অর্শদীয়া মধ্যমপাড়া নেছার বাড়ীর ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার ছাত্রী আনোয়ার হোসেনের ১১ বছর বয়সী বড় মেয়ে বুধবার দুপুর ১টার সময় গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
তবে মেয়েটির পা নিচে খাঠের সাথে লাগানো ছিল যেটা রহস্য জনক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, তাঁর বাবা-মা ধান আনতে যায় অন্য গ্রামে। এসে দেখে তাঁর মেয়ের মৃতদেহ ঘরে ঝুলে আছে।
এই বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এটি আত্মহত্যা। পরিবারের লোকজন বকাবকি করলে একপর্যায়ে সে আত্মহত্যা করে এমনটি আমরা জানতে পেরেছি।
বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। মেয়ে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply