মিজানুর রহমান মিজূ নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ ইউনিটের পরিদর্শন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল এফসিএ এমপির উদ্যোগে আবুল খায়ের গ্রুপের আর্থায়নে কোভিড-১৯ চিকিৎসায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 20 এপ্রিল মঙ্গলবার আইসিইউ ইউনিটের পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শামছুদ্দীন কালু।
সাথে ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে চতুর্থ তলায় দুই শয্যা বিশিষ্ট ইউনিট স্থাপন করা হয়।
আইসিইউ ইউনিট পরিদর্শন কালে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শামছুদ্দীন কালু বলেন আমরা আইসিইউ ইউনিটের কার্যক্রম শিঘ্রই শুরু করবো। এই ধারাবাহিকতায় আমরা আইসিইউ পরিচালনা করার জন্য কর্মীদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল এফসিএ এমপি শিঘ্রই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আইসিইউ ইউনিট উদ্বোধন করবেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply