রাজু মন্ডলঃ
নাটোরে এমপি রত্ন আহমেদের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে এমপি রত্না আহমেদের ভবনের পিছনের জানালার গ্রীল ভেঙে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে। তবে এমপি ঢাকায় থাকায় কি কি চুরি গেছে জানাতে পারেননি তিনি। পুলিশ ও পরিবার সূত্র জানায়, সংসদ অধিবেশন চলায় নাটোর নওগাঁ অঞ্চলের সংরক্ষিত আসনের এমপি ঢাকায় অবস্থান করছিলেন। তার দুই ছেলে মেয়ে আমেরিকা প্রবাসী। ফলে বাসায় কেউ ছিল না। এ সুযোগে চোর বাড়ির পিছনের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর বটি ও হাসুয়া দিয়ে আলমারী ও ওয়ারড্রব ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, চোর একজোড়া সোনার বালা ছাড়া আর কিছু নিতে পারেনি। এমপি রত্না আহমেদ বলেন, তার বাসায় কিছু কাগজপত্র ছাড়া মূল্যবান কিছু ছিল না। রাজনৈতিক কারণেই তার বাড়িতে এ ঘটনা ঘটানো হয়েছে। নাটরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পারিপার্শিক বিষয় এবং সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই মূল রহস্য বেরিয়ে আসবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy