প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২১, ৫:৪০ পি.এম
নাটোরে শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি

রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভেঙ্গে কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি।
রবিবার(২রা মে)সকালে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহ্ রিয়াজ।
এ সময় নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার,পৌর মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম ও নাদিম সারওয়ার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আকারভেদে সর্বনিম্ন ২৫ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে কৃষকরা সরাসরি এখান থেকে তরমুজ বিক্রি করবেন বলে জানান জেলা প্রশাসক।
সূত্রে জানা গেছে,নাটোর জেলায় এ বছর ৮৬৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে।যা থেকে প্রায় ৩৬ হাজার ৪৬৫ মেট্রিকটন তরমুজ উৎপাদনের আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার।
তবে নাটোরের বাজারে অধিকাংশ তরমুজ আসে দক্ষিণাঞ্চল থেকে এ কারণে বেড়ে যায় ব্যয় নাটোর জেলায় উৎপাদিত তরমুজ নাটোরের বাজারে বিক্রি নিশ্চিত করা গেলে মূল্য আরো সহনীয় পর্যায়ে চলে আসতো বলে জানান তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy