মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে নব নির্মিত উন্নত বাজার শেড উদ্বোধন করেছেন এমপি দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার ঘিলাছড়ি বাজারে উন্নত এই বাজার ভবন উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।
এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা ও সংসদ সদস্যের সফরসঙ্গী চন্দ্র কুমার চাকমা, ঘিলাছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি জীবন্ত চাকমা, সাধারণ সম্পাদক সমর চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটির জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ শফী, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল মজিদসগ গগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্র জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে দ্বিতল এই ভবন নির্মাণ করা হয়েছে। বাজার ব্যাবসায়ী ও বাজার করতে আসা সাধারণ জনগন এই উন্নত ভবনের সেবা পাবে। ২কোটি ২০লক্ষ্য টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল।
ভবন উদ্বোধন শেষে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল দ্বীতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এই সংসদ সদস্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy