রাঙামাটির নানিয়ারচরে ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
রোববার সকালে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
এসময় সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা (গৌতম বুদ্ধের বানী) প্রদান করেন, বগাছড়ি আনন্দ কুঠির বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালক জ্ঞানবংশ ভিক্ষু, খাগড়াছড়ি তেতুলতলা বৌদ্ধ বিহার থেকে আগত তেজোবংশ ভিক্ষু ও ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ শুভ দর্শন ভিক্ষু।
বিহার পরিচালনা কমিটি ও ঘিলাছড়ি বাজার চৌধুরী নিহার বিন্দু চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ১নং ঘিলাছড়ি ইউপি সদস্য আলোময় চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুধা বিন্দু চাকমা, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুমতি লাল চাকমা, সাধারণ সম্পাদক আলো বিকাশ চাকমা, ঘিলাছড়ি বাজার কমিটির সভাপতি জীবন্ত চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ভক্তরা কঠিন চীবর এবং কল্পতরু বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের জয়োধ্বনি দিয়ে বিহারের চারপাশে প্রদক্ষিণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে পূণ্য সঞ্চয়ে শতশত দায়ক-দায়িকারা অংশ গ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy