মেহেদী ইমামঃ
সকল শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষে রাঙামাটির নানিয়ারচরে বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৩০জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মাঝে বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ মে) বিকালে উপজেলা রিসোর্স সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার।
অনুষ্ঠানে উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির নানিয়ারচর উপজেলা সভাপতি মুকুল বিকাশ খীসা, বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) প্রান্তিকা চাকমা, তৈ চাকমা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অসিত দাশ সহ উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ (প্রশিক্ষণার্থী) উপস্থিত ছিলেন।
বক্তব্যে নবাগত নির্বাহী অফিসার বলেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ অনেক বড় গুরুদায়িত্ব পালন করেন। আপনারা অনেক সম্মানিত। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রয়োগ করবেন। বিষয়ভিত্তিক এই প্রশিক্ষণের সফলতা কামনা করছি।
এসময় সরওয়ার কামাল বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বিশাল অবদান রেখেছেন। পৃথিবীর অনেক দেশে শুধু কারিকুলামের ধারণা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কারিকুলামের পাশাপাশি ঐ বিষয়ে কন্টেন্ট তৈরী করে দিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার যে দৃশ্যপট একেছেন আপনাদের মাধ্যমেই তা শিশু শিক্ষার্থীরাশিখতে পারবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy