মেহেদী ইমামঃ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় নানা কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা মৎস্য অধিদপ্তর। এবারের প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে ''নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সপ্তাহব্যাপী কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।
এসময় নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি ও ঢাকা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি মেহেদী ইমাম, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহরাজ হোসেন সুজন ও মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং ও ব্যানার স্থাপন প্রচারণা, চাষিদের সাথে মতবিনিময় সভা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শন, সুফলভোগীদের মাঝে প্রশিক্ষণ ও মৎস্য উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মৎস্য বিভাগ।
সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফাজ্জল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ইতোমধ্যে মৎস্য চাষে ব্যপক সফলতা এসেছে। পুকুর, ডোবা ও জলাশয়ে চাষিরা মাছ চাষ করতে পারেন। চাষিদের মাঝে পোনা, সার, চুন ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে তাদের কে সহযোগিতা করছে মৎস্য বিভাগ। এছাড়াও পাহাড়ে ক্রিক বা জলাশয়ে মাছ চাষ করেও লাভবান হতে পারেন মাছ চাষীরা।
এদিকে ২৬শে জুলাই হতে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ সফল করতে সংশ্লিষ্ট সকল কে উপস্থিত থাকার ও আহ্বান জানান এই মৎস্য কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy