প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ৬:২৭ পি.এম
নানিয়ারচরে ৩৬লিটার মদ জব্দ ৬জন কে জরিমানা
নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩৬লিটার চোলায় মদ জব্দ সহ ৬ব্যক্তি কে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার ও রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নানিয়ারচর সদর ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩৬লিটার চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ ক্ষতিকারক পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে দন্ড বিধি ১৮৬০ সালেন আইনে ২৭৩ ধারা মোতাবেক ৬ ব্যক্তি কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, নানিয়ারচর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১. নবজ্যোতি চাকমা (৩০), ২. জ্যোৎস্না চাকমা (৩৫), ৩. চিকনবী চাকমা (৬০), ৪. পহেলী চাকমা(২৮), ৫. পহেলী চাকমা (২৮) ও ৬. দীপন চাকমা (২৮)।
পরবর্তীতে নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি চাকমার মুচলেকায় প্রতিজন কে (এক হাজার) টাকা হারে মোট (ছয় হাজার) টাকা জরিমানা আদায় করে তাদের কে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার জানান, রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় আমরা ৩৬লিটার চোলায় মদ জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে সংশ্লিষ্ট সকলের উপর কঠোর নজরদারী রাখা হবে।
এসময় রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নানিয়ারচর উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy