তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
নোবেল করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কঠোর নজরদারিতে প্রশাসনের!
শনিবার (১৭ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন কার্যকরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট,এরশাদ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এতে লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা হয়েছে।
সেই সঙ্গে ১৮ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহফুজুল হকও অংশগ্রহণ করেন।
ইউএনও এরশাদ উদ্দিন বলেন, করোনা মহামারি প্রতিরোধে লকডাউন কার্যকর করতে এবং জন সাধারণকে সচেতন করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy