প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২১, ২:৪৫ পি.এম
নান্দাইলের পল্লীতে রাতের আধারে স্বাস্থ্যসেবা উন্নয়নে সভা অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদকঃ
নান্দাইল উপজেলা সিংরইল ইউনিয়নের হরিপুর বাজারে পল্লীতে রাতের আধারে স্বাস্থ্যসেবা উন্নয়নে ২৬ শে নভেম্বর (শুক্রবার) রাত ৮: ঘটিকায় স্বাস্থ্য সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ,মেডিকেল অফিসার ও আইসিটি ফোকাল পারসন ডাঃ ইমদাদ মাগফুর, মহামান্য রাষ্ট্রপতির ভাতিজা বিশিষ্ট ব্যবসায়ী তারেক কামাল,সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন,আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফিরোজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল হক,কিশোরগঞ্জ সদর হাসপাতালের এমটি ইপিআই আসাদুজ্জামান, মুশুল্লী ইউনিয়নের সহকারি স্বাস্থ্য পরিদর্শক আতাউর রহমান,বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু উবায়দুল হক, স্বাস্থ্য সহকারী আব্দুল আলী ভূঞা,হযরত আলী রাজু,আনোয়ার কবির ভুঞা,মোশাররফ হোসেন, শফিকুল আলম রাসেল, আবু বক্কর সিদ্দিক এবং আমি সোহাগ আকন্দ সহ হরিপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।।
স্বাস্থ্য সচেতনতা বিশেষ করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ডাঃ মাহমুদুর রশিদ। এছাড়াও গর্ভবতী মা এবং প্রসব জটিলতা এড়াতে হাসপাতালে সেবা গ্রহণ, জরাযু ও স্তন ক্যান্সার প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভায়া করানোর জন্য পরামর্শ দেন। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের 'মাই ডক্টর 'এ্যাপের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে ও অনুরোধ জানান। উল্লেখ্য যে, মাই ডক্টর এ্যাপটি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আইসিটি ফোকাল পারসন ডাঃ ইমদাদ মাগফুর তৈরী করেছেন এবং তিনিই সেবা প্রদান করে থাকেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy